চাঁচল

পথ দুর্ঘটনায় মৃত সিটু নেতাকে বামেদের শেষ শ্রদ্ধা

 

পথ দুর্ঘটনায় মৃত সিটু নেতা কাদের খাঁনকে শেষ শ্রদ্ধা জানাল বাম নেতৃত্ব। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহের চাঁচল থানার কলিগ্রাম নিমতলায় তাঁর নিজ বাসভবনে ময়নাতদন্তের পর দেহ আনা হয়। শেষ কৃত্যের আগে সন্ধ্যায় শোক পালনে উপস্থিত হন দলীয় নেতৃত্বরা।

    এদিন উপস্থিত ছিলেন সিটুর মালদহ জেলা সভাপতি মনোয়ারুল আলম, চাঁচল ১ ব্লক এরিয়া কমিটির সম্পাদক হারুন অল রশিদ, জেলা কমিটির সদস্য মেহমুদ আলম চৌধুরী, এরিয়া কমিটির সদস্য জিয়াউল আনসারি, জেলা কমিটির সদস্যা কাকলি লাহিড়ী ও সিটু নেতা মমতাজ হোসেন সহ অন্যান্য বাম নেতৃত্ব। জানা যায়, প্রতিদিনের মতো বুধবার কর্মক্ষেত্রে চাঁচলে যান কাদের খান। অন্য একটি প্যাসেঞ্জার গাড়িতে চেপে স্বরুপগঞ্জ রুটের দিকে যাচ্ছিল। পথে শিহিপুর এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

    এই বিষয়ে সিটুর মালদহ জেলা সভাপতি মনোয়ারুল আলম বলেন, কাদের খাঁন তার সহকর্মীদের পাশে থাকতেন। আমরা গভীরভাবে শোকাহত। শুনেছি ছোটগাড়ির পিছনে ঝুলে যাত্রা করছিল। পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার পরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।